নয়াদিল্লি, ২৬ অক্টোবরঃ শীতের শুরুতেই ভয়ংকর আকার নিল দিল্লির দূষণ। জানা গিয়েছে, শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন জায়গায় দম বন্ধকরা অবস্থায় ঘুম ভাঙে সাধারণ মানুষের। সকালের কুয়াশা ও দূষণের ফলে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দিল্লির আকাশ ঝাপসা হয়ে ওঠে।
শুক্রবার সকালে দিল্লির পাঞ্জাবীবাগ এলাকায় বাতাসে ধূলিকণার মাত্রা ছিল ৪২৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক মাত্রা ৬০। ফলে এলাকার মানুষ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। শহরের আরকে পুরম, সিরি ফোর্ট, জওহরলাল নেহরু স্টেডিয়াম, মন্দির মার্গের বিভিন্ন জায়গায় বাতাসে ধূলিকণার মাত্রা ছিল ২০০-৩৩০। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই দিল্লির বাতাসে ধূলিকণার মাত্রা দ্রুত বেড়ে চলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CJdb3B
October 26, 2018 at 02:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন