ঢাকা, ১৫ অক্টোবর- জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে বগুড়ায় মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। প্রথম স্তরের ম্যাচটিতে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৬৬ রান তুলেছে ঢাকা মেট্রো। ফিফটি করেছেন শামসুর রহমান শুভ। ৭৯ রানে অপরাজিত থেকে সবচেয়ে বেশি আলো কেড়েছেন জাবিদ হোসেন। কিন্তু ২০ বলে শূন্য রান করে আউট হয়ে ম্যাচটিতে এদিন সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। ওপেনার সাদমান ৩৬ ও শামসুর রহমান ৫০ রান করেন। ১০৫ বলে ৪ চারে নিজের ইনিংসটি খেলেছেন শাসসুর রহমান। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। আট নম্বরে নেমে সাইফুল্লাহ ৪৫ রানের ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার অপেক্ষায় জাবিদ। ১৪৯ বলে ৯ চারের সাহায্যে ৭৯ রান করেছেন তিনি। মঙ্গলবার ২১ রান করা তাসকিন আহমেদকে নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। এদিকে মাঝে মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক জুনিয়র ডাক মেরেছেন। আশরাফুলের ডাক বেশি আলোচিত কারণ ২০ বল খেলে রানের খাতা খুলতে পারেনি। শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন। চট্টগ্রাম বিভাগের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন। এদিকে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে কোনো বলই মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচে টসই হতে পারেনি। সূত্র: পরিবর্তন এমএ/ ১১:৪৪/ ১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yhXOMk
October 16, 2018 at 06:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top