লেহ রুটে বিশেষ প্রযুক্তির কোচ আনছে রেল

নয়াদিল্লি, ২৮ অক্টোবরঃ বিশ্বের সবচেয়ে উঁচু পরিহবণ ব্যবস্থা হল ভারত-চিন সীমান্ত লাগোয়া বিলাসপুর-মানালি-লেহ রেল পরিসেবা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬০ মিটার উঁচু ও ৪৬৫ কিমি দীর্ঘ এই যাত্রা। পথে মোট ৭৪টি টানেল, ১২৪টি বড় ব্রিজ ও ৩৯৬টি ছোট ব্রিজ পড়ে। বিশ্বের সবচেয়ে উঁচুতে এই রেলপথ অবস্থিত হওয়ায়, লেহ রেল পরিসেবায় যাত্রীদের শ্বাসকষ্ট হয়ে থাকে। সে কথা মাথায় রেখে, ভারতীয় রেলের তরফে নেওয়া হচ্ছে এক বিশেষ ব্যবস্থা। আকাশে থাকার সময়ে বিমানের ভেতরে যেমন সমূদ্র পৃষ্ঠের সমান বায়ুর চাপ থাকে, ঠিক একই ভাবে এবার লেহ রেল পরিসেবায় কোচগুলিতে বায়ুচাপ নিয়ন্ত্রণকারী প্রযুক্তি থাকবে। বিমানের মতই প্রতিটি চেয়ারের সঙ্গে যুক্ত থাকবে আপৎকালীন অক্সিজেন মাস্ক।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই রেল কোচ গুলি তৈরি করবে কানাডার বম্বাডির্য়ের ইনকর্পরেশন। এই কোম্পানি প্রধানত ছোট বিমান তৈরিতে প্রসিদ্ধ। এই কোচ গুলি ভারতে তৈরি হবে না কানাডায় সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। এই সংস্থা ইতিমধ্যে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের কোচ গুলি তৈরি করেছে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qfh8Wd

October 28, 2018 at 07:00PM
28 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top