ঢাকা, ১২ অক্টোবর- আফগানিস্তান প্রিমিয়ার লীগে কান্দাহার নাইটের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। কিন্তু তাদেরকে আফগান লীগে খেলতে দেওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। আর তাদেরকে না দেওয়ার কারণ হিসেবে আকরাম খান জানিয়েছিলেন, আসলে এই দুইজনকে নেওয়া হয়নি বাংলাদেশ দলের পরবর্তী সিরিজের কথা মাথায় রেখে। সেই সিরিজের আগে যদি তারা ইনজুরিতে পড়েন তাহলে তো সেটা দলের জন্য কাম্য নয়। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে মোহাম্মদ মিথুনকে জায়গা দিলেও দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। একদিকে আফগান লীগে ডাক পেয়েও যাওয়া হলো না। অন্যদিকে এবার দলেও জায়গা পেলেন না সৌম্য। সৌম্য ছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও মোসাদ্দক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ। এমএ/ ০৬:২২/ ১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A6ZJ7J
October 13, 2018 at 12:32AM
12 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top