শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ সপ্তমীর রাতে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনিতে পুজো কমিটির উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকদের উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সেন্ট্রাল কলোনিতে পুজো মণ্ডপ চত্বরে কয়েকজন নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। বচসা চলাকালীন সেচ্ছাসেবক ও পুজো কমিটির উদ্যোক্তারা তাদের আটকাতে যান। তখনই তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ।
বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের গণপিটুনি দেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটকে রাখা হয়। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ এসে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভরতি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P3fyEB
October 17, 2018 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন