মালেগাঁও বিস্ফোরণে দোষী সাব্যস্ত পুরোহিত-সাধ্বী-সহ ৭

মুম্বই, ৩০ অক্টোবরঃ ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত লেফটন্যান্ট কর্ণেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত ও সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার এনআইএ আদালতের বিচারপতি বিনোদ পাডালকর কর্ণেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নিকে ইউএপিএ ধারায় অভিযুক্ত করেছেন। এই মামলার

উল্লেখ্য, মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণে ৬ ‌জনের মৃত্যু হয়েছিল এবং ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক মসজিদে বিস্ফোরক যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অপরাধের ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ধারায় অভিযুক্ত করা হয়েছে ৭ জনকেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PsK6A1

October 30, 2018 at 05:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top