লাহোর, ১৩ অক্টোবরঃ পাক পঞ্জাবের কসুর শহরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ইমরান আলির মৃত্যুদণ্ড আগামী সপ্তাহেই কার্যকর হবে। গত শুক্রবার সন্ত্রাস দমনের বিশেষ আদালত (এটিসি) ইমরানের ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ (মৃত্যুদণ্ড পরোয়ানা) জারি করেছে। সেই পরোয়ানা অনুযায়ী, আাগামী ১৭ অক্টোবর ইমরান আলিকে ফাঁসিকাঠে ঝোলানো হবে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে কসুর শহরের ৭ বছরের এক নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে ইমরান আলির বিরুদ্ধে। এই ঘটনায় এটিসি আদালত তাকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং মৃত্যুদণ্ড দেয়। যদিও এই রায়ের বিরোধিতা করে ইমরান লাহোর হাইকোর্টে আবেদন জানিয়েছিল। এমনকি পাক সুপ্রিমকোর্টের লাহোর রেজিস্ট্রি আদালতও ইমরানের মৃত্যুদণ্ড বহাল রাখে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ygGCGT
October 13, 2018 at 07:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন