অলোক ভার্মার বাড়িতে নজরদারি, গ্রেফতার ৪

নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হল ৪ সন্দেহভাজনকে। বৃহস্পতিবার সকালে তাঁদের ধরেন অলোক ভার্মার নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা গিয়েছে, গতকাল রাত থেকে ওই চারজন একটি গাড়ি নিয়ে অলোক ভার্মার বাড়ির বাইরে কড়া নজর রাখছিলেন।

প্রসঙ্গত, মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলার তদন্ত নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। অলোক ভার্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। অন্তর্বর্তীকালীন সিবিআই ডিরেক্টর করা হয়েছে এম নাগেশ্বর রাওকে। এদিকে ছুটিতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেন অলোক ভার্মা। শুক্রবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jfgu3E

October 25, 2018 at 11:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top