এশিয়া কাপে পাঁচ জয়ের সব কয়টি এসেছে মিডল অর্ডারে দু-একজন ব্যাটসম্যানের বড় ইনিংসের সুবাদে। তামিম ইকবালের অনুপস্থিতিতে ফাইনাল বাদে পুরো টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল টপ অর্ডার। বোলাররা যদি লোয়ার অর্ডারে ব্যাট হাতে কিছুটা অবদান রাখতে পারতেন, তাহলে ফাইনালসহ আরো অনেক ম্যাচেই জয় আসত বলে মনে করেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন। গতকাল মিরপুরে ব্যক্তিগত জিম সেশনের আগে রুবেল গণমাধ্যমকে বলেন, একজন বোলারের খারাপ দিন আসবে। সেদিন সে বল হাতে ভালো কিছু করতে না পারলেও যদি ব্যাট হাতে ৪০-৫০ রান করে দলকে সাহায্য করতে পারে, তবে তা দলের ফলাফলের জন্য বেশ কার্যকর হবে। তাই নতুন কোচের অধীনে আমরা বোলাররা ভালো ব্যাটিংয়ের অনুশীলনের সুযোগ পাচ্ছি। আশা করছি, জিম্বাবুয়ে সিরিজে সুযোগ এলে ভালো ব্যাটিং করতে পারব আমরা। এখানে আমরা আলাদা নজর দিচ্ছি। এদিকে ৯৩টি ওয়ানডে ম্যাচ খেলা বাগেরহাটের এ পেসার আসন্ন জিম্বাবুয়ের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তার মতে, জিম্বাবুয়ে সবসময় আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। আমরাও তাদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতে চাই। র্যাংকিংয়ে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তারা সুযোগ পেলে আমাদের হারিয়ে দেবে, এটা নিশ্চিত। তাই আমাদের বোলারদের দায়িত্ব নিয়েই ভালো জায়গায় বল করতে হবে। এ সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এদিকে দুই সিনিয়র ক্রিকেটার (সাকিব আল হাসান ও তামিম) না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই দেখছেন রুবেল। তার দাবি, সাকিব ও তামিম (ভাই) দলের সেরা পারফরমার। তবে বাকিরাও বেশ ভালো। তাদের জন্য এটি বড় সুযোগ। আশা করি, তারা এ সুযোগটা কাজে লাগাতে পারবে। তথ্যসূত্র:বণিক বার্তা এমইউ/০১:৪৫/০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OoH00b
October 14, 2018 at 07:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন