মুম্বাই, ২১ অক্টোবর- আশিক বানায়া আপনে সিনেমার নায়িকা তনুশ্রী দত্ত সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ আনার পর বলিউযে বইছে মি টু ঝড়। পুরো সিনেমাপাড়া এখন যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে সোচ্চার। নাম জড়িয়েছে অমিতাভ বচ্চন, সালমান খানের মতো তারকাদেরও। শুধু নারী অভিনয় শিল্পীই নয়, অনেক পুরুষ তারকাও এখন যৌন হেনস্তার স্বীকার হওয়া নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এ নিয়ে ক্যাটরিনা কাইফ বলেন, আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই তিনি প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্তা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন। বিষয়টি অত্যান্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে অভিনেত্রীরা নিজেদের জন্য অনেক সাহসী হতে পারবে। ক্যাটরিনা আরও বলেন, তবে সতর্ক থাকতে হবে কেউ যেন আন্দোলনটির অপব্যবহার না করে। অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তবে নিজে কখনো এমন কোনো পরিস্থিতির মুখে পড়েছেন কী সে নিয়ে কোনো কথা বলেননি তিনি। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NOX5ao
October 21, 2018 at 07:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top