২৩ সিংহের মৃত্যুতে উদ্বিগ্ন সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ৩ অক্টোবরঃ  গুজরাটের জঙ্গলে সিংহদের ধারাবাহিক মৃত্যুর কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। বুধবার গিরে আরও ২টি সিংহের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। তিন সপ্তাহে এই নিয়ে সেখানে ২৩টি সিংহের মৃত্যু হল। সিংহদের মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। এদিন শীর্ষ আদালতে বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ সিংহদের ধারাবাহিক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সুপ্রিমকোর্ট বলেছে, গিরে সিংহদের মৃত্যু খুবই চিন্তাজনক ঘটনা। কীভাবে এতগুলি সিংহের মৃত্যু হল কেন্দ্রের উচিত তা খতিয়ে দেখা। ভারতের বনাঞ্চলগুলির নিরাপত্তা সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত জানিয়েছে, অতিরিক্ত সলিসিটার জেনারেল এএনএস নাদকার্নিকে আদালতে হাজির হয়ে সরকারের অবস্থান জানাতে হবে। সোমবার সিংহদের মৃত্যুর ঘটনা সামনে আসার পর গিরের সার্সিয়া ও ডালকানিয়া রেঞ্জে নতুন করে তল্লাশি শুরু করেছে গুজরাট রাজ্য বনদপ্তর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NlFx5h

October 03, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top