ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেও হতাশ হচ্ছেন না আর্জেন্টিনার ভারপ্রাপ্ত লিওনেল স্ক্যালোনি। মেসিহীন থেকেও ব্রাজিলকে ভোগাতে পেরে তিনি বেশ তৃপ্ত। বরং এই ম্যাচ থেকে খুঁজে নিচ্ছেন প্রেরণার সব রসদ। ম্যাচের পর বললেন, আমরা যা করেছি তার মানে দাঁড়ায় পুরো বিশ্বকে সামলাতে প্রস্তুত। মেসির মতো অভিজ্ঞদের ছাড়াই নতুনদের নিয়ে প্রস্তুতি ম্যাচে খেলছেন স্ক্যালোনি। মোটামুটি কম অভিজ্ঞদের নিয়েও তাতে বেশ সফল এই কোচ। তাই হারের পর ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন। তবে হারটা যে তাকে কষ্ট দিচ্ছে সেটা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত কোচ, ফল যাই আসুক সেটা সেকেন্ডারি। তার মানে এই নয় এভাবে হারের পর সেটা কষ্ট দেয় না। নির্ধারিত সময়ে দুই দলই গোলের দেখা পায়নি। আর্জেন্টিনার হয়ে লো সেলসো ও পাউলো দিবালা পোস্টের কাছে গেলেও শেষ পর্যন্ত জাল কাঁপাতে পারেনি। তবে তাদের এমন প্রচেষ্টার প্রশংসা করেছেন কোচ স্ক্যালোনি, ওদের চেষ্টা দেখে আমি রীতিমত উদ্দীপ্ত। ওরা যা করে দেখিয়েছে সেটা সত্যিই আবিশ্বাস্য ছিলো আমার কাছে। নতুন এই দল নিয়ে স্ক্যালোনি যে তৃপ্তি তা বোঝা যাচ্ছে তার কথা থেকে, ওরা টিম হয়ে খেলেছে। যাদের আরও বেশি দেওয়ার সামর্থ্য আছে। আমি সত্যিকার অর্থেই উত্তেজনা বোধ করছি। সূত্র: গোলডটকম আর/০৮:১৪/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AeKNUY
October 17, 2018 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top