রাফালে চুক্তির তদন্তের দাবিতে সিবিআই-এর দ্বারস্থ অরুণ শৌরি, প্রশান্ত ভূষণ

নয়াদিল্লি, ৫ অক্টোবরঃ রাফালে চুক্তিতে রিলায়েন্সকে অন্যায্য সুবিধা দেওয়া নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই চুক্তি নিয়ে তদন্তের দাবিতে সিবিআই-র দ্বারস্থ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআই-র ডিরেক্টর অলোক কুমার ভার্মার সঙ্গে তাঁরা দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত ভূষণ জানিয়েছেন ‘সিবিআই ডিরেক্টর অভিযোগটি খতিয়ে দেখবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’এই প্রসঙ্গে সিবিআই-এর এক আধিকারিক জানান, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতার অপব্যবহার করেছেন। রিলায়েন্স ডিফেন্সের কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে সরব হয়েছেন অরুণ শৌরি ও প্রশান্ত ভূষণ। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zSM4ku

October 05, 2018 at 11:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top