কলকাতা, ২ অক্টোবরঃ হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়ার দাবিতে ৬০ দিন আন্দোলনের পরও কোনও সুরাহা হয়নি। জানা গিয়েছে, ফের সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৯ পড়ুয়া। এই বিষয়ে প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসি-র সদস্য সায়ন চক্রবর্তী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দাবি না মানায় বাধ্য হয়ে অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আরও কয়েকজন পড়ুয়া অনশন কর্মসূচিতে যোগ দিতে পারে।’
উল্লেখ্য, হিন্দু হস্টেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে প্রেসিডেন্সির পড়ুয়ারা। এর আগেও আন্দোলনকে আরও জোরদার করতে নিউটাউনের অস্থায়ী হস্টেল ছেড়ে ক্যাম্পাসে থাকতে শুরু করে প্রায় ৬০ জন পড়ুয়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y5LxcS
October 02, 2018 at 11:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন