জেদ্দা, ১৭ অক্টোবর- অপেক্ষার প্রহর শেষে রাত ১২টায় শুরু হল ফুটবল মহারণ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছে। খেলার এ মুহুর্তে কোনো দলই প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ৩২ মিনিট শেষে গোলশুন্য দুদলই। ১০ নম্বর জার্সির অনুপস্থিতিতে নীল-সাদাদের কিছুটা এলোমেলো দেখাচ্ছে। এ মুহুর্তে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নামা সেলকাওদের কয়েকবার দিবালাদের রক্ষণভাগে ঢুকে পড়তে দেখা গেছে। এর আগে ম্যাচটির ব্যাপারে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেছিলেন, মেসির মুখোমুখি হতে হবে না আমাদের। এর চেয়ে আর ভালো কী হতে পারে? ব্রাজিলের জন্য এটি বড় সুযোগ মনে করে এটি কাজে লাগাতে চায় সেলেকাওরা। প্রীতিম্যাচ হলেও ম্যাচটাকে সেভাবে দেখছেনা দু দলই। ব্রাজিলীয় কোচ তিতে সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনোভাবেই প্রীতি ম্যাচ হতে পারে না। জয় ভিন্ন কিছু ভাবছেন তারা। তিতের সুরে সুর মিলিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তিনি যোগ করেছেন, আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে কখনও প্রীতি ম্যাচ হয় না। সূত্র: যুগান্তর এমএ/ ১২:২২/ ১৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OZHXM3
October 17, 2018 at 06:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন