শিক্ষা ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইউএনও আলমগীরকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব গ্রহণের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ তে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পদক প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকতা আলমগীর হোসেনসহ বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাসেম আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে যথাযথভাবে প্রাথমিক শিক্ষা বিস্তারে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2A9kOhN

October 14, 2018 at 03:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top