জুলাই থেকে চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

নয়াদিল্লি, ১৪ অক্টোবরঃ আগামী বছরের জুলাই মাস থেকে গোটা দেশে চালু হতে চলেছে একই রকম ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই নির্দেশিকা সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য জারি করা হয়েছে। এটিএম এবার থেকে স্মার্ট কার্ড হবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। এই কার্ডে থাকবে কিউ আর কোড সম্পন্ন মাইক্রোচিপ। এর মধ্যে থাকবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার। এর ফলে ট্রাফিক পুলিশ তাঁদের সঙ্গে থাকা ডিভাইসে সোয়াপ করে সহজেই ওই কার্ডের সব তথ্য সংগ্রহ করতে পারবেন। কোনও চালক তাঁর মৃত্যুর পরে অঙ্গদানে সম্মত কিনা, সেটাও উল্লেখ থাকবে ড্রাইভিং লাইসেন্সে। যাতে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হলে সহজেই তাঁর অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রহণ করা যায়।
পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করানোর ইশ্যু হবে শুধু স্মার্ট কার্ড। এর জন্য কার্ড পিছু খরচ হবে অতিরিক্ত ১৫ থেকে ২০ টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IVWl2n

October 14, 2018 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top