রাশিয়া বিশ্বকাপে কোটি ভক্তকে কাঁদিয়ে আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর দলটিকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তীব্র সমালোচনার শিকার হন কোচের দায়িত্বে থাকা হোর্হে সাম্পাওলি। কোচের সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিসহ দলেও সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বের গুঞ্জন ওঠে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও মেসিদের দায়িত্বে থাকতে চেয়েছিলেন সাম্পাওলি। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) ক্রমাগত চাপে জুলাইয়ে চাকরি হারান তিনি। আর চাকরি হারানোর তিন মাস পর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন সাম্পাওলি। সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে একান্ত সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গে সাম্পাওলি বলেন, মেসির কোচ হতে পারার অভিজ্ঞটা ছিল ভীষণ রকম গর্বের। বিশেষ করে প্রতিটি ম্যাচের আগে তার যে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দেখেছি তা অবিশ্বাস্য। আমরা যখন ম্যাচ জিততে পারিনি, তার চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তার প্রতিজ্ঞা ছিল অন্যরকম। লিওর মতো আর কাউকে বিশ্বকাপ নিয়ে এত ভুগতে হয়নি। এদিকে বিশ্বকাপ হতাশার পর জাতীয় দলে নিজেকে দূরে রেখেছেন মেসি। কোনদিন জাতীয় দলে খেলবেন কিনা সেটা নিয়েও আছে সংশয়। সাবেক শিষ্যকে সাম্পাওলির পরামর্শও, মেসি একজন চ্যাম্পিয়ন। তবে সবকিছুরই একটা নিয়ম আছে। বিশেষ করে এমন এক বিপর্যয়ের পর। যদি তুমি(মেসি) কোপা আমেরিকা জিততে না পারো তাহলে তোমার ইচ্ছাকে শেষ হতে দিও না। তুমি জিততে পারলে কি-না এসব নিয়ে পাগলামি বন্ধ হওয়া উচিত। যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি জিতবে, সেটা দেরিতে হলেও জিতবে। কিন্তু তোমার নিজের উপর বিশ্বাস রাখতেই হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১০ আক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y8ZA2g
October 10, 2018 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top