নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ ‘ফ্রি প্রোটেস্ট সাইট’ হিসেবে নির্দিষ্ট করা হল উত্তর দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত রামলীলা ময়দানের একাংশে ৬৫ মিটার বাই ৭১ মিটার অর্থাৎ ৪৬১৫ বর্গ মিটার জায়গা। সোমবার উত্তর দিল্লির পুরসভা আধিকারিক জানিয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের প্ল্যান মাফিক ‘ফ্রি প্রোটেস্ট সাইট’ হিসেবে রামলীলা ময়দানের একাংশ চিহ্নিত করা হয়েছে, যেখানে কোনও বাড়তি ভাড়া না দিয়েই বিক্ষোভ সমাবেশ করা যাবে। কমলা মার্কেটের কাছে এই জমির মালিক উত্তর দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যান বিভাগ। এখানে অবস্থান বিক্ষোভ করতে হলে পুরসভার এই বিভাগের বেধে দেওয়া নিয়ম মেনে চলতে হবে। এর আগে জন্তরমন্তরকে ফ্রি প্রোটেস্ট সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
দিল্লি পুলিশকে সংস্থার সঠিক রেজিস্ট্রেশন নথি দেখিয়ে তাদের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তবেই অবস্থান বিক্ষোভ করা যাবে এই অংশে। নিরাপত্তার খাতিরে জমা রাখতে হবে ৫ হাজার টাকা, কর্মসূচী শেষ হলে তা ফেরত দেওয়া হবে। বর্তমানে এই অংশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তা অন্যত্র স্থানান্তরিত করা হবে। ওই জায়গায় থাকা দেওয়ালও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগকে। দ্রুত পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OZcSZt
October 30, 2018 at 12:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন