দুর্গা পুজোয় হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবি-র শুভেচ্ছা বিনিময়

হিলি, ১৮ অক্টোবরঃ বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজোর আনন্দকে ভাগ করে নিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি আন্তর্জাতিক চেকপোস্টে এক অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে পুজোর শুভেচ্ছা বিনিময় করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রোহিত পন্থ, হিলি ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সম্পন্ন কুমার সহ অন্যান্য আধিকারিক ও জ‌ওয়ানরা। অন্যদিকে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর তরফে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার সুবেদার এ কে এম মুস্তাফা সহ অন্যান্য আধিকারিক ও জ‌ওয়ানরা।

দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও উৎসব এক। তাই নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে প্রতিটি অনুষ্ঠানে সীমান্তে মিলিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

তথ্য ও ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CQw59d

October 18, 2018 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top