এই যুগে মাঠের আম্পায়ারদের চেয়ে টিভি আম্পায়ারদের খাটনি কম নয়। রান আউট, অনেক সময় ক্যাচ আউটের সিদ্ধান্ত তো রয়েছেই। তাছাড়া রিভিউ সিস্টেম এখন ক্রিকেটের অন্যতম অনুসঙ্গ। কিন্তু নির্ভুল সিদ্ধান্ত জানতে যখন থার্ড আম্পায়ারের শরণাপন্ন হওয়া, তখন সেই থার্ড আম্পায়ারই যদি ভুল করে বসেন! এমনকি ভুল বাটনে চাপ দিয়ে আউট দিয়ে দেন? না ঠিক এমনটি ঘটেনি। তবে শুক্রবার ডিআর্কি শর্টকে যে আউট দিয়েছেন পাকিস্তানি থার্ড আম্পায়ার, তাকে ভুল বাটন টিপে আউট দেওয়া বলছেন গ্লেন ম্যাক্সওয়েল। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এদিন অজিদের ১১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। এম্যাচে বিতর্কিত রান আউটের শিকার হন ডি অর্কি শর্ট। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন শর্ট। ইমাদ ওয়াসিমের করা তৃতীয় ওভারের শেষ বলে ঘটে ঘটনাটি। ইমাদের বলটিতে স্ট্রেট ড্রাইভ করেন ফিঞ্চ। যাতে হাত লাগিয়ে দেন ইমাদ। নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে যায় তাতে। এসময় শর্ট ক্রিজ ছেড়ে বেড়িয়ে গেলেও বল স্টাম্পে লাগার আগেই ক্রিজে প্রবেশ করেন। পাকিস্তানি খেলোয়াড়রা আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু টিভি আম্পায়ার শোযাব রাজা আউট দিয়ে দেন। এমন এক আউট নিয়ে অজি শিবিরে বেশ অসন্তোষ। অজিদের পক্ষে এদিন ৫২ রানের ইনিংস খেলা ম্যাক্সওয়েল যেমন বলছেন, আমাদের দলের সবাই দেখেছি ওর ব্যাট অবশ্যই লাইনের ভেতর মাটিতে ছিল। কে জানে আম্পায়ার হয়তো ভুল বাটন চেপেছে। আমরা সবাই ভুল করি। কারণ আমরা সবাই ড্রেসিং রুম থেকে দেখেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওদিকে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলছেন পুরো উল্টো কথা, এ নিয়ে এত শোরগোল করার কী আছে! ওটা পরিষ্কার আউট ছিল। বুঝতে পারছি না, কেন এ নিয়ে এত প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। এশিয়া কাপেও হংকংয়ের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পক্ষে হাস্যকর এক সিদ্ধান্ত দিয়েছিলেন থার্ড আম্পায়ার। সূত্র: পরিবর্তন এমএ/ ০৮:১১/ ২৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q6ThTC
October 28, 2018 at 02:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন