দিসপুর, ২১ অক্টোবর- আসামে একটি যাত্রিবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। শনিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় রাজ্য পরিবহন সংস্থা আসাম নিগমের ওই বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাসটি গুয়াহাটি থেকে বরপেটার দিকে যাচ্ছিল। পথে নলবাড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি প্রচণ্ড গতিতে চলছিল। আদাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সোজা রাস্তার পাশে একটা বড় পুকুরে পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দ, তার পরই চিৎকার-চোঁচামেচির আওয়াজ। ছুটে গিয়ে দেখেন একটা বাস পুকুরের মধ্যে উল্টে পড়ে আছে। ভিতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশও ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যোগ দেয়। সূত্র: পিটিআই আর/০৮:১৪/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Phetcq
October 21, 2018 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top