বারবার সতর্কতা সত্ত্বেও নড়েনি টনক, গিরে মৃত্যু আরও ২ এশিয়াটিক সিংহের

আহমেদাবাদ, ৩ অক্টোবরঃ গিরে ফের ২টি এশিয়াটিক সিংহের মৃত্যু হয়েছে সোমবার। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই মৃত্যু মিছিল। এই নিয়ে মৃত সিংহের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। ২৬ সদস্যের এশিয়াটিক সিংহের এই পরিবারের বাকি তিনও লড়াই চালাচ্ছে মৃত্যুর সঙ্গে।

পরিবেশ ও বন মন্ত্রকের অতিরিক্ত প্রধান সচিব রাজীব গুপ্তা জানিয়েছেন, আগে যে ২১টি সিংহ মারা গিয়েছিল তাদের মধ্যে ৪ জনের শরীরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস পাওয়া গিয়েছে এবং বাকি ১৭টি বেবেসিওসিস প্রোটোজোয়া সংক্রমণে মারা গিয়েছে। সোমবার মারা যাওয়া সিংহ দুটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
২০১১ সালে গুজরাটের বন দপ্তরকে সাবধান করে দিয়েছিল বেঙ্গালুরুর সেন্টার ফর অ্যানিমাল ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনসিস এবং উত্তরাখণ্ডের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। সাত বছর আগেই জানানো হয়েছিল গিরের সিংহদের শরীরে রয়েছে সিডিভি। ২০০৭ সালে একটি এশিয়াটিক সিংহের মৃতদেহ থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়েছিল। তাতেই দেখা গিয়েছিল সেই সিংহের শরীরে ছোঁয়াচে পেস্তে দে পতিত রুমিনন্ত ভাইরাস(পিপিআরভি) রয়েছে, যা সিডিভি-র সমগোত্রীয়।
একই কথা বলেছিলেন সিডিভি বিশেষজ্ঞ ব্রিটেনের রয়্যাল ভেটেরিনারি কলেজের ডা রিচার্ড কক। সিডিভি সংক্রমণে ২০১৬ সালে ৪টি সিংহের মৃত্যুর পর ফের সতর্ক করা হয় গিরকে। তবে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো হেলদোল চোখে পড়েনি কর্তৃপক্ষের তরফে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NnX7pC

October 03, 2018 at 02:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top