শারজা, ১৫ অক্টোবর- প্রতিপক্ষ দলের হয়ে খেলছেন ক্রিস গেইল। হজরতুল্লাহ জাজাইয়ের মন-মননজুড়েই শুধু সেই গেইলেরই বিচরণ। ছোটবেলা থেকেই গেইল তার আদর্শ। স্বপ্ন দেখতেন একদিন গেইলের মতই মারকাটারি ক্রিকেট খেলবেন। নিজেকে প্রমাণ করবেন, তিনিও টি-টোয়েন্টিতে একজন অপরিহার্য খেলোয়াড়। কিন্তু কি অদ্ভূত ভাগ্য তার! স্বপ্নটা এভাবে বাস্তবায়ন হবে, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি ২০ বছর বয়সী আফগান ক্রিকেটার হযরতুল্লাহ জাজাই। নিজের স্বপ্নের নায়ক প্রতিপক্ষ দলে খেলছেন। তার সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করছেন। সেই নায়ক গেইলের চোখের সামনেই এক ওভারে পরপর ছয় বলে টানা ছয়টি ছক্কা মেরে দিলেন হযরতুল্লাহ জাজাই! আফগান প্রিমিয়ার লিগে রোববার রাতে স্বপ্নের মতই এ কাণ্ড ঘটিয়ে দিয়েছেন হযরতুল্লাহ জাজাই। তিনি হচ্ছেন কাবুল জাওনানের ব্যাটসম্যান। ক্রিস গেইল খেলছিলেন বলখ লিজেন্ডসের হয়ে। আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত এই ম্যাচে হযরতুল্লাহ জাজাই এক ওভারে ৬ ছক্কা মেরেও কিন্তু দলকে জেতাতে পারেননি। কারণ, ক্রিস গেইলের দল প্রথমে ব্যাট করে তুলেছিল ২৪৪ রান। জবাবে হযরতুল্লাহ জাজাইয়ের দল কাবুল জাওনান ৭ উইকেট হারিয়ে যেতে পেরেছিল ২২৩ রান পর্যন্ত। ফলে ২১ রানে হারতে হয় জাজাইয়ের দলকে। দলের লক্ষ্য ২৪৫ নাকি সামনে স্বপ্নের নায়ক ক্রিস গেইল দাঁড়িয়ে রয়েছেন, সেটা কোনোই বিবেচ্য বিষয় ছিল না যেন জাজাইয়ের সামনে। ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ছিল ওটা। দুর্ভাগা বোলারের নাম আবদুল্লাহ মাজারি। তার করা ওভারের প্রতিটি বলকেই মাঠের বাইরে পাঠিয়েছেন জাজাই। ম্যাচের পর জাজাই বলেন, নিজের ক্রিকেট আদর্শ গেইলের সামনে এমন একটা পারফরম্যান্স করা যেন ছিল আমার জন্য ছিল যেন সত্যিই একটি পরাবাস্তব বিষয়। আমি শুধু চেষ্টা করেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। আমি কোনোভাবেই চাইনি এখানে কারও ঔজ্জল্যকে ছাপিয়ে যাওয়ার। তিনি হয়তো কারো ঔজ্জ্বল্য ছাপিয়ে যেতে চাননি। তবে, ঠিকই ছাড়িয়ে গেছেন তার আইডল ক্রিস গেইলকে। কারণ, গেইল নিজেও কখনও পারেননি এক ওভারে ৬ ছক্কা মারতে। ক্রিকেটের ইতিহাসে হযরতুল্লাহ জাজাই মাত্র ৬ষ্ঠ ক্রিকেটার, যিনি এক ওভারে টানা ছয় বলে ছয়টা ছক্কা মেরেছেন। আর টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বার। তার আগে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং এবং রস হুইটলি। শুধু তাই নয়, জাজাই কিন্তু টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকের্ডও ভাগ বসিয়ে দিলেন। এ জায়গায় গেইলের পাশে নিজের নাম লিখলেন জাজাই। মাত্র ১২ বলে এর আগে হাফ সেঞ্চুরি করেছিলেন গেইল এবং যুবরাজ সিং। এবার একই কীর্তি গড়লেন জাজাই। টানা ছয় বলে ৬ষ্ঠ ছক্কা মেরেই এই রেকর্ড গড়েন তিনি। মাত্র ১৭ বলে ৬২ রান করে আউট হয়ে যান তিনি। বেন লাফলিনের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তার আগে মারেন মোট ৭টি ছক্কা এবং ৪টি বাউন্ডারি। ৬২ রানের মধ্যে ৫৮ রানই এসেছে তার চার-ছক্কা থেকে। জাজাই বলেন, আমার জন্য অবশ্যই একটি গর্বের সময় এটা। কারণ, এই একটি ইনিংসের মধ্য দিয়ে অনেকগুলো বড় বড় নামের সঙ্গে বসে গেলো আমার নাম। তারা সত্যিকারেই এই খেলাটার কিংবদন্তি। আমি সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে, তিনি আমাকে ১২ বলে ফিফটি করার সুযোগ দিয়েছেন। ম্যাচ শেষে আইডল গেইলের সঙ্গে একটি ছবিও তুলে রাখলেন জাজাই। নিজের জীবনের সেরা স্মৃতিই হয়ে থাকবে হয়তো এই ম্যাচটি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pSVCGo
October 15, 2018 at 07:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top