নয়াদিল্লি, ২ অক্টোবরঃ গুজরাটের আমরেলি জেলায় অবস্থিত গিরের ডালখানিয়া রেঞ্জ থেকে উদ্ধার করা ১০টি এশীয় সিংহের মৃত্যু হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে গুজরাটের বন দপ্তর।
২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একে একে মৃত্যু হয়েছে এই এশীয় সিংহের। ইতিমধ্যেই ২১টি গির সিংহ মারা গিয়েছে। জানা গিয়েছে, ১২ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে যে ১১টি এশীয় সিংহ মারা গিয়েছে তাদের মধ্যে চার জনের শরীরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস ছিল। জঙ্গলে কুকুরের থেকে এই ভাইরাস ছড়ায়। এই একই ভাইরাসের জন্য ১৯৯৪ সালে তানজানিয়ার সেরেঙ্গেটিতে এক সঙ্গে মৃত্যু হয়েছিল ১ হাজার সিংহের। এই বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রী গণপত ভাসাভা জানিয়েছেন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি থেকে পাওয়া প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ৪টি সিংহের শরীরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস ছিল। আরও ৬টি সিংহের মৃত্যু হয়েছে প্রোটোজোয়া সংক্রমণ থেকে। বাকি ১১টি সিংহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zKn9Q1
October 02, 2018 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন