বেহাল দশায় ডেঙ্গু সচেতনতা বোর্ড, ফ্লেক্স

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ শহরে অজানা জ্বর ও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুর প্রশাসন। প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার পাশাপাশি সাধারন মানুষের মধ্যে সচেতনতার উপর জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও শহরের বেশ কিছু জায়গায় পুর নিগমের উদ্যোগে লাগানো ডেঙ্গু সম্পর্কিত সচেতনতামূলক বোর্ডগুলির বর্তমান অবস্থা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সাধারন মানুষকে সচেতন করার জন্য বোর্ডগুলি লাগানো হলেও কোনোটি ঢেকে গিয়েছে শুভেচ্ছাবার্তা সংবলিত ফ্লেক্সে, কোনোটি আবার গাড়ির ধাক্কায় দীর্ঘদিন ধরে বেঁকে রয়েছে। গতবছর শহরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করার পর পুরনিগমের উদ্যোগে সারাবছর সচেতনতামূলক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সচেতনতামূলক বোর্ড লাগানো হয়। কিন্তু চম্পাসারি বাজারে ডেঙ্গু আক্রান্তের খবর সামনে আসতেই প্রশাসন যখন সচেতনতার উপর জোর দেওয়ার কথা বলছে ঠিক তখনই বাজারের কিছুটা দূরে শুভেচ্ছা সংবলিত ফ্লেক্সের আড়ালে সচেতনতামূলক বোর্ডের দেখা মেলাই ভার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, বোর্ডটি লাগানোর কিছুদিন পর থেকেই এটি বিজ্ঞাপন কেন্দ্রে পরিণত হয়েছে। বেহাল ব্যানার ও ফ্লেক্সে দখল হয়ে থাকা বোর্ডগুলি দ্রুত সংস্কার করা হবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে। ডেপুটি মেয়র রামভজন মাহাতো বলেন, ‘বেহাল ও ফ্লেক্সে ঢাকা বোর্ডগুলিকে চিহ্নিত করে দ্রুত সংস্কার করা হবে।‌’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O9zCkf

October 26, 2018 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top