মুম্বাই, ২১ অক্টোবর- বলিউড ছবি বাধাই হোর বক্স অফিস সংগ্রহ আবারও প্রমাণ করল, ভালো চিত্রনাট্য হলে দর্শক সে ছবি দেখবেই। হিন্দি ছবির মধ্যবিত্ত দর্শক সব সময়ই ভালো চিত্রনাট্য, অভিনয় দক্ষতা ও চিন্তাশীল সিনেমার ওপর জোর দেয়। বাধাই হো ছবির চিত্রনাট্য সামাজিক শিক্ষা আশ্রিত। অপরিকল্পিত গর্ভধারণ নিয়ে মধ্যবয়সী এক যুগলের লড়াইয়ের কাহিনী এ ছবি। অভিনয় করেছেন নীনা গুপ্ত ও গজরাজ রাও। অপরিকল্পিত গর্ভধারণ তাঁদের জীবন ও পরিবারের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েই এগিয়েছে ছবিটি। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে বাধাই হো ছবির বক্স অফিস সংগ্রহ নিয়ে লিখেছেন সিনেব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ। তারানের টুইট, বাধাই হো অপ্রতিরোধ্য... তৃতীয় দিনেও দুই সংখ্যার ঘরে পৌঁছেছে... বৃহস্পতিবার ৭.২৯ কোটি, শুক্রবার ১১.৬৭ কোটি, শনিবার ১২.৫০ কোটি রুপি। সর্বমোট : ৩১.৪৬ কোটি রুপি। আশা করা যাচ্ছে, সপ্তাহান্তে ৪৫ কোটি রুপি অতিক্রম করবে, যা বিস্ময়কর। ভারতের সাপ্তাহিক ছুটির দিন আজ রোববার। সংশ্লিষ্টরা আশা করছেন, আজ বেশ ব্যবসা করবে বাধাই হো। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত রাজকুমার রাওয়ের হরর কমেডি স্ত্রী ও আলিয়া ভাটের রাজির সঙ্গে বাধাই হো ছবির তুলনা করলে দেখা যায়, তিন দিনে স্ত্রী আয় করেছিল ৩১.৫০ কোটি রুপি আর রাজি করেছিল ৩২.৭৫ কোটি রুপি। সেখানে বাধাই হো আয় করেছে ৩১.৪৬ কোটি রুপি। তবে মধ্যপ্রদেশে বাধাই হো ছবিটি এখনো মুক্তি পায়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রদেশে ছবিটি মুক্তি পেলে এ তিন দিনে কমপক্ষে আরো দেড় কোটি রুপি যোগ হতো। সে হিসাবে ছবিটি বেশ ভালো অবস্থানেই আছে। যা হোক, বাধাই হো ছবিটি অভিনেতা আয়ুষ্মান খুরানার ব্যক্তিগত রেকর্ডও ভেঙেছে। চলতি মাসেই তাঁর অন্ধধুন ছবিটি মুক্তি পেয়েছে। সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে শুরুটা ছিল গড়পড়তা। অন্ধধুন প্রথম সপ্তাহে যেখানে আয় করেছে ১৫ কোটি রুপি, সেখানে বাধাই হো ছবির আয় দ্বিগুণের বেশি। তথ্যসূত্র:এনটিভি এমইউ/০১:৫০/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q4EsFR
October 21, 2018 at 07:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top