নাতির মৃত্যুসংবাদ শুনে হার্ট অ্যাটাকে মৃত্যু হল দাদুরও

পানিপত, ৪ অক্টোবরঃ খেলতে-খেলতে শ্বাসনালিতে বল আটকে গিয়ে মৃত্যু হল ৭ মাসের শিশু মোহিতের। আর নাতির মৃত্যুর খবর শুনে মারা গেলেন বৃদ্ধ দাদু যোগীন্দ্র সিং। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপত জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার মামারবাড়িতে ছিল মোহিত। সেখানেই খেলতে খেলতে সে একটি বল মুখে পুরে দেয়। বলটি মোহিতের শ্বাসনালিতে আটকে যায়। তারপর মোহিতের মা কবিতা ছেলেকে নিয়ে বহু হাসপাতালে ঘুরলেও বলটি বের করা সম্ভব হয়নি। ফলে সেদিন রাতেই শ্বাসরোধ হয়ে মোহিতের মৃত্যু হয়। নাতির মৃত্যুর খবর শোনামাত্রই হৃদরোগে আক্রান্ত হন কবিতার বাবা যোগীন্দ্র সিং। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় তাঁর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P8E1VV

October 04, 2018 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top