ভারত সফরে পুতিন

নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ দু’দিনের সফরে দিল্লিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ভারত সফরের সবচেয়ে বড় দিক হল, এবারই রাশিয়ার সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠানো ট্রায়াম্ফ কেনার চুক্তি সাক্ষর করছে ভারত।

বৃহস্পতিবার সাড়ে ছটা নাগাদ পুতিন দিল্লিতে অবতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন তিনি। জানা গিয়েছে, এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির পাশাপাশি বাণিজ্য ও ইকো কো-অপারেশন, ইন্টারন্যাশনাল রিজিওনাল ফোরাম, সন্ত্রাসবাদ মোকাবিলা, জনসংযোগ, পারস্পরিক সহযোগিতা, শক্তি নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, পারমাণবিক কেন্দ্র ও মহাকাশ সংক্রান্ত বিষয়গুলিও এই বৈঠকে প্রাধান্য পাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OzGKKZ

October 04, 2018 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top