চিতাবাঘের আক্রমণে জখম শিশুকন্যা

রাঙ্গালিবাজনা, ১৩ অক্টোবরঃ চিতাবাঘের আক্রমণে জখম হল সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যা। আহত শিশুর নাম আকৃতি ছেত্রী। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ধূমচীপাড়া চা বাগানের ৭ নম্বর লাইনে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করানো হয়। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত মেয়েটির বাবা শঙ্কর ছেত্রী বলেন, ‘দুই মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎই ফোন আসে। আমি যখন ফোনে কথা বলতে বলতে একটু দূরে চলে গিয়েছিলাম। সেই সুযোগে চিতাবাঘটি ছোটো মেয়েকে তুলে নিয়ে যায়।’ তিনি আরও জানান, মোট চারটি জায়গায় চিতার দাঁত ঢুকে গভীর ক্ষত তৈরি হয়েছে।

বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জী বলেন, ‘জখম শিশুর চিকিৎসার যাবতীয় খরচা বহন করবে বনদপ্তর।’

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হুসেন

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AaSETP

October 13, 2018 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top