প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক বিরাটের

নয়াদিল্লি, ২৭ অক্টোবরঃ প্রথম ভারতীয় হিসেবে তিনটি ম্যাচে লাগাতার শতরান করে হ্যাটট্রিক করলেন বিরাট কোহলি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ান ডে ম্যাচেই পরপর একশোর গণ্ডি পার করলেন কোহলি। বিরাটের আগে রয়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। ২০১৫ সালে লাগাতার চারটি শতরান করেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে এনিয়ে ৩৮ তম সেঞ্চুরি বিরাটের। সামনে শুধু সচিন। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে সচিনের।

ঘরের মাঠে এনিয়ে লাগাতার ৪টি শতরান হাঁকালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির নিরিখে বিরাটের আগে রয়েছেন সচিন, রিকি পন্টিং ও সঙ্গাকারা।

তবে আজকের ম্যাচে শতরান পূর্ণ করার পর স্যামুয়েলসের বল পুল করতে গিয়ে আউট হন বিরাট কোহলি। ১০৭ রানে আউট হয়ে যান বিরাট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qcLZCv

October 27, 2018 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top