দন্তেওয়াড়া, ৩০ অক্টোবরঃ দূরদর্শনের এক ক্যামেরাম্যান এবং দুই পুলিশকর্মীকে খুন করল মাওবাদীরা। মঙ্গলবার মাওবাদী অধ্যুষিত ছত্তিসগড়ের দান্তেওয়াড়ার অরণপুর এলাকার ঘটনা। আহত আরও দুই পুলিশকর্মী। ছত্তিসগড়ে হতে চলা ভোটের আগে খবর সংগ্রহ করতে ওই এলাকায় গিয়েছিলেন দূরদর্শনের সাংবাদিক এবং ক্যামেরাম্যানের একটি দল। আচমকা তাঁদের উপর হামলা চালায় মাওবাদীরা। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ক্যামেরাম্যানের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে।
অ্যান্টি নক্সাল অপারেশনসের ডিআইজি পি সুন্দর জানিয়েছেন, মৃতরা হলেন, সাব ইন্সপেক্টর রুদ্র প্রতাপ, সহকারী কনস্টেবল মঙ্গলু এবং দূরদর্শনের ক্যামেরাম্যান দিল্লির অচ্যুতানন্দ।
৯০টি আসনের ছত্তিসগড়ের বিধানসভার নির্বাচন হবে দুটি পর্যায়ে। প্রথমটি হবে ১২ নভেম্বর ও দ্বিতীয়টি হবে ২০ নভেম্বর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PzGQTG
October 30, 2018 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন