মুম্বই, ৩ অক্টোবরঃ নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা অভিযোগ প্রসঙ্গে শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে রীতিমতো হেসে উড়িয়ে দিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গতকালই আমেরিকা থেকে ফিরেছি। গণেশ পুজোর জন্য আমি সেখানে ছিলাম। আমি এই ব্যাপারে কিছুই জানি না।’ বিষয়টির মজা উড়িয়ে তিনি মন্তব্য করেন, ‘দশ বছর আগের ঘটনা, আমি তো তখন ‘ছোটো’ ছিলাম।’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি তনুশ্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনোরকম হেনস্তা মানা হবে না।’ তিনি আরও বলেন যে, ‘’ME TOO INDIA’ ক্যাম্পেন শুরু করা প্রয়োজন। যেখানে দেশের মহিলারা তাঁদের হেনস্তার কথা লিখে জানাবেন আমাদের। এই প্রথম ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’ প্রতিটি কমপ্লেনের তদন্ত করবে। আমরা সবকিছু খুঁটিয়ে তদন্ত করি ও এখনও পর্যন্ত অজস্র কেসের মীমাংসা করেছি।’
নানা পাটেকর তনুশ্রীর বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন। তবে তনুশ্রী এই লড়াই লড়বেন এবং আইনি নোটিশে ভয় পান না বলে জানিয়ে দিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zP9mI7
October 03, 2018 at 06:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন