ইসলামাবাদ, ১৪ অক্টোবরঃ সার্জিকাল স্ট্রাইক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান।
শনিবার পাকসেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফ্ফর বলেন, ভারত যদি একবার পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক চালায়, তাহলে পাকিস্তান ভারতের মাটিতে ১০ বার সার্জিকালল স্ট্রাইক চালানোর ক্ষমতা রাখে।
পাকসেনা মুখপাত্র আরও জানান, পাকিস্তানি সেনার ক্ষমতা সম্পর্কে আন্দাজ নেই বলেই এমন অভিযান চালানোর কথা কেউ ভাবতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের ‘মিসঅ্যাডভেঞ্চার’-এর পরিণতি কী হতে পারে, তা ভারতের জানা নেই।
তিনি আরও বলেন, পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু, দেশের মানুষের কথা ভেবেই হাতে অস্ত্র না-তুলে, ‘শান্তি’ স্থাপনে গুরুত্ব দিয়েছে পাকিস্তান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QUyB1x
October 14, 2018 at 12:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন