ঢাকা, ৩১ অক্টোবর- তাকে নিয়ে সবার একটাই কৌতুহলী প্রশ্ন, একটাই জিজ্ঞাসা-কবে মাঠে ফিরবেন সাকিব আল হাসান? হোক তা ক্রিকেটীয় কর্মকান্ড কিংবা সামাজিক অনুষ্ঠান, সাকিবকে পেলেই মিডিয়ার সেই প্রশ্ন। গতকাল (মঙ্গলবার) পড়ন্ত বিকেলেই এই প্রশ্ন উঠলো বসুন্ধরা মাঠে। বিশ্বসেরা অলরাউন্ডার গিয়েছিলেন একটি মোবাইল অপারেটর কোম্পানির প্রীতি ফুটবল ম্যাচ দেখতে। সেখানেই তাকে প্রশ্ন করা হয়-উইন্ডিজ সিরিজে ফিরবেন কি না? জবাবে সাকিব বলেন, মাঠে ফেরার কোন টাইম ফ্রেম নেই। যদি ফিরতে পারি তাহলে ভালো লাগবে। আশা তো থাকবেই যেন ফিরতে পারি। এখনই বলা মুশকিল যে আমি খেলব, এই গ্যারান্টি আসলে নেই। তবে যেভাবে প্রগ্রেস হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, তাতে সম্ভাবনা আছে। ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। তারপর রয়েছে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টেস্টে কি খেলতে পারবেন সাকিব? নাকি পরের টেস্ট বা ওয়ানডে সিরিজে? এই প্রশ্নেও নির্দিষ্ট কোনো সময়সীমা বলে দিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ফিজিওর সঙ্গে কি কথা হয়েছে, তিনি কি সময় বেঁধে দিয়েছেন? সাকিবের জবাব, আসলে আমরা কেউই টাইম ফ্রেম বলতে পারছি না। এমনও হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে খেলতে পারি, সেকেন্ড টেস্টেও খেলতে পারি। হতে পারে ওয়ানডে পর্যন্তও না খেলতে পারি। বাট আমি আবারো বলছি, উন্নতি যেভাবে হচ্ছে সেই অনুযায়ী খুব বেশি সময় লাগার কথা না। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RnEuEo
October 31, 2018 at 09:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top