নয়াদিল্লি, ২ অক্টোবরঃ কৃষক আন্দোলনের জেরে উত্তেজনা দিল্লিতে। ভারতীয় কিষান ইউনিয়নের ব্যানারে কিষান ক্রান্তি পদযাত্রা করে মঙ্গলবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে পৌঁছে দিল্লিতে ঢোকার চেষ্টা করেন কয়েক হাজার কৃষক। তাঁদের ছত্রভঙ্গ করতে জল কামান ছুঁড়ল পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। কৃষকদের পিছু হঠাতে পুলিশ লাঠিচার্জও করে। এই পদযাত্রায় দেখা গিয়েছে কয়েকশো ট্র্যাক্টর, ট্রলি ও গাড়ি। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি ও উত্তরপ্রদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু জায়গায় জারি ১৪৪ ধারা।
সম্পূর্ণ ঋণমকুব, বিদ্যুৎয়ের ট্যারিফ হ্রাস, ষাটোর্ধ্ব কৃষকদের জন্য পেনশন-সহ একগুচ্ছ দাবিতে গান্ধীজয়ন্তীতে পদযাত্রা করবে বলে জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর ঘোষণা করেছিল বিকেইউ। তারা জানিয়েছিল, হরিদ্বার থেকে শুরু হয়ে পদযাত্রা দিল্লিতে শেষ হবে। অভিযোগ, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার তাদের দাবি মানছে না।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া উচিত। তাদের বক্তব্য শোনা উচিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NY0icI
October 02, 2018 at 01:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন