জাকার্তা, ৭ অক্টোবরঃ ভূমিকম্প ও সুনামির জেরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। পালু শহর থেকে পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
রবিবার উদ্ধারকারী এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, সুলাওয়েসি সহ ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ১,৭৬৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে পালু শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেটোবো ও বালারোয়া। হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। এই দুটি জায়গায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ। তাঁদের খোঁজের ব্যপারে সঠিক তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। ভূমিধস বা মাটির নীচে বহু দেহ আটকে গিয়েছে। সেগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি জানিয়েছেন, আগামী ১১ অক্টোবর পর্যন্ত উদ্ধারকার্য চালানো হবে। সেইমতো নিখোঁজ ও মৃত্যুর সংখ্যার তালিকা প্রকাশিত হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C0M7Mx
October 07, 2018 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন