রাজগঞ্জ, ৯ অক্টোবরঃ মুখ্যমন্ত্রীর স্বপ্নের ট্যুরিজম হাব গজলডোবার ‘ভোরের আলো’তে দাপিয়ে বেড়ালো একটি হাতি। সোমবার রাতে হাতির হামলায় নষ্ট হয়ে হয়েছে বেশকিছু গাছ। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে পার্শ্ববর্তী সরস্বতীপুর বিট থেকে হাতিটি ট্যুরিজম হাবে ঢুকে পড়ে। হাতির হামলায় বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও সৌন্দর্যায়নের জন্য লাগানো গাছগুলি নষ্ট হয়ে যায়। খবর পেয়ে বনকর্মীরা এসে হাতিটিকে সেখান থেকে তাড়িয়ে দেন।
বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন শালুগাড়া রেঞ্জ অফিসের অধীনে রয়েছে ভোরের আলো। কিন্তু সেখানে কোনো যৌথ বন পরিচালনা কমিটি নেই। কিন্তু বেলাকোবা রেঞ্জ অফিস এবং তার বিট অফিস ভোরের আলোর কাছেই। যেহেতু বেলাকোবা রেঞ্জ অফিসের এলাকার মধ্যে ভোরের আলো পড়ে না তাই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে রেঞ্জ অফিসের বনকর্মীরা। অবিলম্বে যৌথ বন পরিচালনা কমিটি বা বন্য জন্তু বা হাতির তাড়ানোর জন্য লোক নিযুক্ত না করা হলে ভোরের আলোর অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NugAVD
October 09, 2018 at 03:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন