জোড়া গোল করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন আক্রমণভাগের অন্য দুই সদস্য রবের্তো ফিরমিনো ও সাদিও মানেও। তাতে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ৪-০ গোলে জেতে লিভারপুল। পিএসজিকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি গত রাউন্ডে নাপোলির মাঠে হেরে গিয়েছিল। দারুণ গোছানো এক আক্রমণে ঘরের মাঠে শুরুটা বেশ হয় লিভারপুলের। ২০তম মিনিটে বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের পাস ডি-বক্সের মাঝ বরাবর ধরে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন রবের্তো ফিরমিনো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। সুইস মিডফিল্ডার জেরদান শাচিরির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন মিশরের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সালাহর সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সে সাদিও মানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বেলগ্রেডের ডি-বক্সে ৭৫তম মিনিটে তাদের ডিফেন্ডার মোহামেদ বেনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মানের নেওয়া স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মিলান বোরিয়ান। ক্রসবারে লাগার পর ফিরতি বলও দারুণ ক্ষিপ্রতায় ফেরান তিনি। তবে মানেকে শেষ পর্যন্ত গোলবঞ্চিত করতে পারেননি মিলান। বদলি নামা ড্যানিয়েল স্টারিজের পাস পেয়ে ৮০তম মিনিটে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন সেনেগালের এই ফরোয়ার্ড। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। গ্রুপের আরেক ম্যাচে পিএসজির মাঠে ২-২ গোলে ড্র করা নাপোলির পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রেড স্টার। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Re9zKK
October 25, 2018 at 02:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top