ভারত সফরে রয়েছেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় নাম পেলে। দেশটির জনপ্রিয় দৈনিক পত্রিকা হিন্দুস্থান টাইমসের আয়োজনে লিডারশিপ সামিটে যোগ দিতে দিল্লিতে হাজির হয়েছিলেন এই কিংবদন্তি। সেখানে বাইচুং ভুটিয়ার সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ককে ফুটবল সম্রাট লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কাকে বেশি পছন্দ করেন সে বিষয়টি স্পষ্ট করেছেন। চলতি দশকে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা এ বিষয় নিয়ে নানা তর্ক-বিতর্ক রয়েছে। বর্ষসেরার খেতাব নিজেরাই ভাগাভাগি করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানের এই দুই মহাতারকাকে নিয়ে নিজের মত জানালেন ৭৭ বছর বয়সী পেলে। তিন বারের বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান বলেন, যদি তার দলে এই দুজনের মধ্যে কাউকে নিতেই হয়, তাহলে উনি মেসিকে নেবেন। আর এই বিষয়ে যুক্তিও দিয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। তার মতে মেসি শুধু ফরোয়ার্ডই নন প্লে-মেকার হিসেবেও সেরা। আর রোনালদো শুধুই ফরোয়ার্ড হিসেবেই মাঠ মাতান। পেলে বলেন, নিজের ক্যারিয়ারে এই ধরনের তুলনা হতো জর্জ বেস্ট (নর্দান আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি) ও তাকে নিয়ে। আসলে তাদের দুজনের খেলার ধরন আলাদা বলে মনে করেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IIuFxZ
October 06, 2018 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top