কলকাতা: ০৬ অক্টোবর- জাতীয় গ্রন্থাগারে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে নাগরিক সম্মেলনকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ৷ সাম্প্রদায়িক শক্তিকে কেন ঐতিহ্যের জাতীয় গ্রন্থাগারে সভা করতে দেওয়া হল? প্রতিবাদে সরব এসইউসিআই-এর ছাত্র সংগঠন ডিএসও এবং ফরওয়ার্ড ব্লকের যুব শাখা যুব লিগ৷ জাতীয় গ্রন্থাগারের এক নম্বর গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা৷ অশান্তি এড়াতে সভা চলাকালন বন্ধ করে দেওয়া হয় গ্রন্থাগারের এক নম্বর গেট৷ বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে নাগরিক সম্মেলন৷ জাতীয় গ্রন্থাগারের সেই সভায় সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সদাশিব কোকজেকে৷ তাঁকে তলোয়ার হাতে তুলে সম্মান জানানো হয়৷ কিন্তু সাম্প্রদায়িক একটি সংগঠনকে কেন জাতীয় গ্রন্থাগারের মতো জায়গায় সভা করতে দেওয়া হবে? প্রতিবাদে সোচ্চার হয় ডিএসও৷ সভা শুরুর সময় থেকেই গ্রন্থাগারের এক নম্বর গেটের বাইরে ব্যানার হাতে বিক্ষোভ শুরু করে তারা৷ বিভেদকামী শক্তিতে সভা করতে দেওয়া মানে তাকে মানুষের সামনে তুলে ধরা বলে অভিযোগ আন্দোলনকারীদের৷ একই সঙ্গে বিক্ষোভে সামিল হয় ছাত্র পরিষদও৷ বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়৷ পদক্ষেপ করে পুলিশ৷ বন্ধ করে দেওয়া হয় জাতীয় গ্রন্থাগারের এক নম্বর গেট৷ এর মিনিট পনোর পরেই একই কারণে প্রতিবাদে মুখর হয় যুব লিগ৷ তাদের পক্ষে নীর মহম্মদ সিদ্দিকী বলেন, জাতীয় গ্রন্থাগার ঐতিহ্যের প্রতিষ্ঠান৷ এখানে শিক্ষামূলক কোন সভা হতে পারে৷ কিন্তু সাম্প্রদায়িক ভিএইচপির সভা মানা যায় না৷ এই সভার বিরুদ্ধে এদিন জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে ডেপুটেশনও দেওয়া হয় যুব লিগের তরফে৷ বিক্ষোভের সমালোচনা শোনা যায় বিশ্ব হিন্দু পরিষদের কলকাতা ক্ষেত্রের সম্পাদক অমিয় সরকার বলেন, জাতীয়তাবাদ আসলে কী তা ওরা জানে না৷ ওদের উচিত শিক্ষা দেওয়া যেত৷ কিন্তু সভা চলায় পদক্ষেপ করা হয়নি৷ বাইরে বিক্ষোভ চললেও গ্রন্থাগারের মধ্যে নির্দিষ্ট জায়গায় সভা হয়েছে নির্বিঘ্নেই৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:১৫/০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PkcAsB
October 07, 2018 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top