বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ অধ্যাপক বিদ্যুত্ চক্রবর্তী

বীরভূম, ৯ অক্টোবরঃ অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করল কেন্দ্র। সোমবার রাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের নাম চূড়ান্ত করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

একাধিক অনিয়মের অভিযোগে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন স্থায়ী উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে বরখাস্ত করে কেন্দ্র। তার পর থেকেই বিশ্বভারতীর দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ী উপাচার্যরা। প্রথমে সহ-উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত সেই পদে অস্থায়ী ভাবে দায়িত্ব নেন। ২০১৮ সালের ২৮ জানুয়ারী স্বপনবাবুরও মেয়াদ শেষ হলে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে উপাচার্যের দায়িত্ব নেন প্রতিষ্ঠানের প্রবীণতম ডিরেক্টর তথা বিনয় ভবনের অধিকর্তা সবুজকলি সেন। কে হবেন বিশ্বভারতীর উপাচার্য এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বভারতীর উপাচার্য হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী দীর্ঘদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নানা দায়িত্বে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, লন্ডন স্কুল অফ ইকোনমিকস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছেন তিনি। দেশের রাষ্ট্রনীতি, রাষ্ট্রকাঠামো সংক্রান্ত একাধিক গবেষণাপত্র ও বই রয়েছে তাঁর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cz3yoN

October 09, 2018 at 12:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top