মুম্বাই, ১০ অক্টোবর- ২০১৬ সালে টুইটারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালেন রাসব্রিজার অভিনেতা শাহরুখ খানের উদ্দেশে একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমরা কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি? তারা আপনাকে ভালোবাসে (আমি অধ্যক্ষ)। এবার দুবছর আগের অধ্যক্ষের সেই নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়ে মালালা শাহরুখ খানের উদ্দেশে টুইটারে লিখেছেন, এখনো অপেক্ষা করছি! তবে এবার শাহরুখ অক্সফোর্ডে যাবেন বলে কথা দিয়েছেন। শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের সমাজকর্মী মালালা ইউসুফজাইয়ের অনুরোধে এই নিমন্ত্রণে সাড়া দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। উত্তরে তিনি বলেছেন, নিশ্চিতভাবেই বলতে পারি, শিগগির দেখা হবে। আমার টিম দ্রুত এই শিডিউল ঠিক করবে। শাহরুখ খান এর আগে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের এডিনবুর্গ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেন। প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ খান তার পরবর্তী জিরো ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে তিনি বামনের ভূমিকায় অভিনয় করছেন। এ ছবিতে রয়েছেন জব তক হ্যায় জান ছবির সহ-অভিনেতা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। আগামী ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: গো নিউজ২৪ আর/০১:১৪/১০ আক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A1Qq9e
October 10, 2018 at 08:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন