কুয়ালালামপুর, ১১ অক্টোবর- মালয়েশিয়ায় মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই এই বিল নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, মন্ত্রীসভা মৃত্যুদন্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে। তিনি বলেন, কাগজপত্র সব চূড়ান্ত পর্যায় আছে। অ্যাটর্নি জেনারেলও জানিয়েছে যে এখন বিলটি উত্থাপনের জন্য প্রস্তুত। মন্তী বলেন, যেহেতু আমরা মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছি। তাই অপেক্ষায় থাকা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সাজা দেওয় হবে না। আমরা পারডন বোর্ডকে তাদের কাছে জমা পরা আবেদন নিয়ে পর্যালোচনার করার জন্য জানাবো। আগামী সোমবার পার্লামেন্টের পরবর্তী অধিবেশন বসার কথা রয়েছে। মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে প্রশংসা করেছে মানবাধিকার সংগঠনগুলো। বর্তমানে মাদক পাচার ও হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এমএ/ ০৪:৪৫/ ১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Cb31IJ
October 11, 2018 at 10:47PM
11 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top