ঢাকা, ১৬ অক্টোবর- এশিয়া কাপে ফাইনালের আগ পর্যন্ত ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেননা লিটন দাস। তবে সঠিক সময়েই জ্বলে উঠেছিলেন তিনি। ভারতের বিপক্ষে ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে খেললেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। সেই টুর্নামেন্টের পর জাতীয় লিগে খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি করেন লিটন। তাও মাত্র ১৪০ বলে। যেটি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম ডাবল সেঞ্চুরি। এই ভালো খেলাটা নিয়মিতই খেলতে চান লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে অনুশীলনের ফাঁকে জানালেন নিজের বেশ কিছু কথা। এশিয়া কাপের সেঞ্চুরি ও এনসিএলের ডাবল সেঞ্চুরি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ এর জবাবে বললেন, অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি বেশি গুরুত্ববহ। আপনারাও ভালো জানেন, আমি অনেক দিন ধরেই ব্যাকফুটে ছিলাম। পারফর্ম করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, এটা আমার জন্য অনেক ব্যাপার। ধারাবহিক পারফর্ম করা সম্পর্কে বললেন, আমার মূল লক্ষ্য এটাই। আমার মনে হয় আমি যখন ঘরোয়া ক্রিকেটে খেলি, তখন ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে থাকি। ওই জিনিসটাই ঘাটতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। আমি চেষ্টা করছি, আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার। এশিয়া কাপের ফাইনালের সেই ম্যাচ নিয়ে উচ্ছসিত নন লিটন। বললেন বাস্তবমুখী কথা, আমার কাছে মনে হয় প্রতিদিন প্রতিটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। এটা সত্যি, একটি ম্যাচ অনেকের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলতে পারে। কিন্তু আমাকে পরের ম্যাচে কিন্তু আবার শূন্য থেকেই শুরু করতে হবে। আমার চেষ্টা শূন্য থেকে বড় কিছু করা। ওটা নিয়ে এখন আশা করে বা চিন্তা করে কোনো লাভ নেই। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pVhPDK
October 17, 2018 at 12:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top