নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ যেকোনও মুহূর্তে ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এই নিয়ে চার জেলায় জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার কারণে বুধবার এবং বৃহস্পতিবার চার জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওডিশা সরকার।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই ওডিশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘তিতলি’। ওডিশার চিফ সেক্রেটারি আদিত্য প্রসাদ পাধি একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন গজপতি, গঞ্জাম, পুরি এবং জগৎসিংহপুর এই চার জেলায় সব স্কুল-কলেজ এবং অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। বাকি জেলায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিতলির প্রভাব পড়বে বঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল কলকাতা নয় তালিকায় রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং দুই মেদিনীপুরও। মালদা এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A21CTb
October 10, 2018 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন