বিশ্বনাথ প্রতিনিধি :: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন। সরকারের উন্নয়ন তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের ৩২টি স্টল নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত। এছাড়াও মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা আবদুল আল জুবায়ের, ফুড ইন্সপেক্টর মোঃ মিনার হোসেন, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাউমিল কবির, এজিএম নাজমুল হাসান, মক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তৈয়ব আলী, ডেপুটি কমান্ডার রণজিৎ ধর রণ, উপজেলা ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোঃ আল আমীন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, রামসুন্দর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ইউজেটিক্স, বিকাশ দে, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে পিংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল,ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমূখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2xYR0TM
October 04, 2018 at 03:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন