১৪ জনের লালসার শিকার কিশোর

মালাপ্পুরম, ১৬ অক্টোবরঃ কেরলে ১৪ জনের লালসার শিকার বছর ১৫-র এক কিশোর। কোন্ডট্টি থেকে ওই কিশোরকে উদ্ধার করল কেরলের মালাপ্পুরমের চাইল্ডলাইন কর্তৃপক্ষ। মোরায়ুরের কিশোরটিকে শিশুকল্যাণ কমিটিতে পেশ করার পর সরকারি হোমে রাখা হয়েছে। একটি অভিযোগ পেয়ে এ বিষয়ে সাফল্য পায় চাইল্ডলাইন।

উদ্ধার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে তাকে কমপক্ষে ১৪ জনের লালসার শিকার হতে হয়েছে। তার বন্ধুবান্ধবরাই এজেন্ট হিসেবে কাজ করে কাস্টমারদের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিত। জানা গিয়েছে, অভিযুক্তরা মোনগাম, ওঝুকুর ও পুকোত্তুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন দিনকয়েক আগেই নাবালিকাদের যৌন হেনস্তাতেও অভিযুক্ত ছিল।

মালাপ্পুরম চাইল্ডলাইনের কো-অর্ডিনেটর আনওয়ার কারাক্কাদান জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে চাইল্ডলাইনের স্বেচ্ছাসেবীরা ১৩-১৫ বছর বয়সি আরও ১০ জনের যৌন হেনস্তার খবর পান। তাঁদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি জানিয়েছেন, ওই এলাকায় নাবালক-কিশোরদের টাকা ও গাঁজা দিয়ে তার বিনিময়ে যৌন নিগ্রহ করছে একটি চক্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IYPSUr

October 16, 2018 at 03:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top