সন্ধ্যায় আছড়ে পড়তে পারে বিধ্বংসী হ্যারিকেন ‘উইলা’

মেক্সিকো, ২৪ অক্টোবরঃ ক্রমশ শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ‘উইলা’। মনে করা হচ্ছে বুধবার বিকালের দিকে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঝড়। মেক্সিকো উপকূলে এই ঝড় আছড়ে পড়ার পর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ১২০। জানা গিয়েছে, ইতিমধ্যেই উপকূল থেকে সমস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই ঝড়-বৃষ্টির ফলে বেশ কয়েকটি জায়গায় বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। উইলা হ্যারিকনকে ইতিমধ্যে ৩ ক্যাটাগারির ঝড় হিসাবে দেখা হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়কে দেশের অন্যতম বিধ্বংসী ঝড়ের মধ্যে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q7A3SH

October 24, 2018 at 12:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top