বিমানের আদলে ট্রেনেও বসতে চলেছে ব্ল্যাক বক্স

নয়াদিল্লি, ১৬ অক্টোবরঃ ব্ল্যাক বক্স বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেলমন্ত্রক। বিমানে সাধারণত ব্ল্যাক বক্স ব্যবহার হয়ে থাকে।

ব্ল্যাক বক্সগুলি দুর্ঘটনার তদন্তে সাহায্য করার সঙ্গে সঙ্গে ক্রু মেম্বারদের কাজের মূল্যায়নও করবে। রেল যাত্রীদের সুরক্ষার্থে লোকোমোটিভে লোকো ক্যাব ভয়েস রেকর্ডিং(এলসিভিআর) ডিভাইস ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল।

লোকোমোটিভের ভিডিও/ভয়েস রেকর্ডিং সিস্টেম তদন্তকারীদের হাতে তুলে দেবে গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলি তাদের দুর্ঘটনার কারণ খুঁজতে সাহায্য করবে। দুটি আলাদা যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্ল্যাক বক্স। কিছুদিন আগেই রেলওয়ে নিয়ে এসেছে স্মার্ট কোচ। যেগুলির মাধ্যমে খুব সহজেই রেললাইন, রেলের চাকা সহ অন্যান্য ত্রুটিকে খুব সহজেই চিহ্নিত করা যায়।

২৫ সেপ্টেম্বর প্রথম স্মার্ট কোচের উদ্বোধন করা হয় উত্তরপ্রদেশের মর্ডান কোচ ফ্যাক্টরিতে। তথ্য জানাচ্ছে, প্রত্যেকটি স্মার্টকোচে লাইভ রেকর্ডিংয়ের জন্য ছয়টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। যেগুলির ফুটেজ তদন্তকারীদের কাজকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yPYJmP

October 16, 2018 at 11:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top